সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। কলকাতায় গিয়ে নিজ হাতে পুরস্কার নিয়েছেন তিনি। এরপর ঈদের ব্যস্ততায় লেখা হয়নি কিছু। আজ তিনি জানিয়েছেন- অনুভূতির কথা।
সোমবার (২৪ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে পরীমনি লেখেন- ‘এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্তকুল এবং অনুসারী যারা রয়েছেন আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে।’
পরী আরও লেখেন, আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি।
উল্লেখ্য, প্রতি বছর দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত দেয় গণমাধ্যম প্রতিষ্ঠান আনন্দবাজার। এবার তারা পুরস্কার দিয়েছে পরীমনিকে। নায়িকার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
You must be logged in to post a comment.