কিছুদিন আগেই জানা যায়, নেটফ্লিক্সের ‘লিটল থিংস’ খ্যাত ভারতীয় অভিনেত্রী মিথিলা পালকারের সঙ্গে হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন হালের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ। সেই খবরের রেশ কেটে উঠার আগেই এবার নতুন খবর এলো। জানা গেল কলকাতার একটি সিনেমায় প্রসেনজিতের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম।
জানা গেছে, নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। এতে প্রধান চরিত্রে প্রসেনজিৎ-শ্রাবন্তী ও সিয়াম-আয়ুষীকে দেখা যাবে।
এটি পারিবারিক গল্পের একটি সিনেমা। আর আগামী আগস্ট মাস থেকে লন্ডনে এর শুটিং শুরু হবে।
এদিকে সিয়াম আহমেদ গণমাধ্যমকে বলেন, অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে পরিকল্পনা চলছিল। করোনার প্রথমদিকে প্রযোজক শ্যামসুন্দর দে দাদার সঙ্গে গল্প ও চরিত্র নিয়ে কথা হচ্ছিল। আর এটি একদমই পারিবারিক গল্পের সিনেমা।
তিনি আরও বলেন, সিনেমাটি মূলত দুই জেনারেশনের গল্প নিয়ে। এতে কলকাতার প্রসেনজিৎ চ্যাটার্জী থাকছেন।
You must be logged in to post a comment.