রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

‘কলকাতায় যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ

বিনোদন ডেস্ক / ১১০ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ১, ২০২৪
বাংলাদেশের ছবিতে মিমির নায়ক কে?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বর্তমানে তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম। ব্যস্তও বটে। তবে মিমি চক্রবর্তী কিন্তু মোটেই কলকাতার মেয়ে নন। তিনি জলপাইগুড়ির মেয়ে। প্রথম প্রথম কাজের জন্য তিনি কলকাতায় আসেন তখন বাড়িকে মিস করতেন খুব। এখনও কি তাঁর মন সেখানেই পড়ে? ছোটবেলার কী কী মিস করেন এখনও?

এদিন এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী জানান তিনি কাজের জন্য যখন প্রথম দিকে কলকাতায় আসেন তখন বাড়িকে খুব মিস করতেন। অভিনেত্রীর কথায়, ‘পরিবারকে তো মিস করতামই, সঙ্গে জলপাইগুড়ির জন্য খুব মন খারাপ করত। আমার সবসময় ওখানকার কথা মনে পড়ত। ওখানে কত সবুজ, সেখানে যত সহজে নেচারের সঙ্গে কানেক্ট করা যায় সেটা এখানে পারতাম না।’

কথায় কথায় এদিন বোঝে না সে বোঝে না অভিনেত্রী আরও বলেন, ‘বোনেদের জন্য খুব মন খারাপ করত। এখন তো কেউই আর জলপাইগুড়িতে থেকে না। কেউ বিদেশে থাকে, কেউ বিবাহিত, কেউ আবার বাইরে থাকেন কাজের জন্য। পুজোর সময় সবাই একসঙ্গে হতাম। শোনো রবিবার বাবা মায়ের সঙ্গে, মামাদের সঙ্গে বেড়াতে যেতাম। ছোটবেলার কথা খুব মনে পড়ত তখন। এই শহরে আসার পর পরিবারের সব স্মৃতি মনে ভেসে আসত। জলপাইগুড়ি মানেই আমার কাছে ছোটবেলার স্মৃতি। কলকাতায় এসে আমি যা পেয়েছি, যা অর্জন করেছি সেটার জন্য আমি গ্রেটফুল। কিন্তু আমার মনে আমার জেলা রয়েই গিয়েছে।’

মিমি চক্রবর্তী এদিন জানান সেখানকার স্ট্রিট ফুড বলতে মোমো মিস করেন এখনও খুব। একই সঙ্গে মিস করেন শীতকালে ওখানে যে ভাপা বিক্রি করা হতো সেইটা।

মিমি চক্রবর্তী বর্তমানে কলকাতাতেই তাঁর পোষ্য এবং বাবা মাকে নিয়ে থাকেন। তাঁকে শেষবার আলাপ ছবিতে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই ছবিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান