শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

কলকাতায় গাইবে ঢাকার তিন ব্যান্ডদল

ফোরাম প্রতিবেদক / ১০৭ জন দেখেছেন
আপডেট : জুলাই ২০, ২০২৩
কলকাতায় গাইবে ঢাকার তিন ব্যান্ডদল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কলকাতার মৈত্রী কনসার্টে গাইবে ঢাকার তিন ব্যান্ড মেঘদল, আফটারম্যাথ ও এ কে রাহুল। ২২ ও ২৩শে জুলাই কলকাতার রবীন্দ্রভবনে বসছে এ কনসার্টের পঞ্চম আসর। আয়োজক বিপাশ সরকার এসব তথ্য নিশ্চিত করেন। ২০১৯ সাল থেকে ঢাকা ও কলকাতার রক ব্যান্ড নিয়ে এ কনসার্টের আয়োজন করছে জেন নেক্সট।

দুই দিনে ঢাকা ও কলকাতার ১৪টি ব্যান্ড গান পরিবেশন করবে। এর মধ্যে প্রথম দিনের হেডলাইন ব্যান্ড আফটারম্যাথ ও এ কে রাহুল গাইবে । দ্বিতীয় দিনের হেডলাইন ব্যান্ড মেঘদল। ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। বিক্রিতে ভালো সাড়া পাওয়ার কথা জানালেন বিপাশ। কনসার্টের দিন আরও টিকিট বিক্রির আশা করছেন তিনি।

এই কনসার্টে ঢাকার ব্যান্ডের পাশাপাশি কলকাতার ব্যান্ডের মধ্যে হেডলাইন ব্যান্ড হিসেবে থাকছে কালপুরুষ, মিসিং লিঙ্ক, ব্লাড। গত মার্চ ও এপ্রিলে কলকাতার মঞ্চে গান পরিবেশন করেছে ঢাকার চার ব্যান্ড মাকসুদ ও ঢাকা, ওয়ারফেজ, অ্যাশেজ ও সোনার বাংলা সার্কাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান