বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

কলকাতায় এক নায়ককে লুকিয়ে বিয়ে করেছিলেন রেখা!

বিনোদন ডেস্ক / ৩৭ জন দেখেছেন
আপডেট : মার্চ ১৭, ২০২৫
কলকাতায় এক নায়ককে লুকিয়ে বিয়ে করেছিলেন রেখা!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

তিনি সফল, তিনি সুপারডুপার হিট নায়িকা, তিনি অপরূপা সুন্দরী, তিনি ‘ডিভা’, তাঁকে নিয়ে আজও কোটি কোটি মানুষ দিবাস্বপ্ন দেখেন। তিনি ‘এভারগ্রিন’, তাঁর বয়স শুধু ক্যালেন্ডারেই বাড়ে! একাধিক প্রথম সারির নায়কের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন, কিন্তু একটা সম্পর্কও স্থায়ী হয়নি। বিয়ে করেছেন, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই স্বামী আত্মহত্যা করেন। সবার ‘চোখের মনি’ এই সুন্দরী আজও ঘর পেলেন না।

বলিউডের এভারগ্রিন ডিভা রেখা। ঝুলিতে দেড়শোর বেশি ছবি। জাতীয় পুরস্কারের পাশাপাশি পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। বয়স ৭০ পেরিয়ে গেলেও তিনি ‘বলিউড কুইন’। অভিনয়ের মতো রেখার ব্যক্তিগত জীবনও ছিল রঙিন, কিন্তু অসম্পূর্ণতায় ভরা। অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক কার না জানা। কিন্তু বলিউডের খবর, রেখা গোপনে বিয়ে করেছিলেন আর এক বলি নায়ককে। কিন্তু শ্বশুড়বাড়ি যেতেই।

রেখার আত্মজীবনী ‘দ্য আনটোল্ড স্টোরি’-তে লেখক ইয়াসির উসমান লেখেন, জীতেন্দ্রর সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর সুপারহিট বলি অভিনেতা বিনোদ মেহরার প্রেমে পড়েন রেখা। তাঁরা বিয়েও করেন। কিন্তু শ্বশুরবাড়িতে নববিবাহিতা প্রবেশ করতেই নাকি তাঁকে জুতোপেটা করেছিলেন বিনোদের মা।

ইয়াসির উসমান রচিত ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ে রেখার রঙিন প্রেমজীবনের নানা ছবি ফুটে উঠেছে। বই থেকে জানা যায়, জীতেন্দ্রের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বলি অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে আলাপ হয় রেখার। ‘ঘর’, ‘প্যার কি জিত’, ‘সাজন কি সহেলি’, ‘জাল’-এর মতো একাধিক ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন।

শুধু সিনেমার পর্দা নয়, পর্দার বাইরেও জমে ওঠে রেখা-বিনোদ মেহরার কেমিস্ট্রি। বিনোদকে আদর করে ‘ভিন ভিন’ নামে ডাকতেন রেখা। বলিউডের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যায়, রেখাকে পুত্রবধূ হিসাবে চাইতেন না বিনোদের মা। তিনি ছেলের জন্য ঘরোয়া পাত্রী খুঁজছিলেন। রেখাকে তাঁর পছন্দ ছিল না।

এক সাক্ষাৎকারে রেখা নিজেও জানান, ” বিনোদের মার কাছে আমি এমন এক জন নায়িকা যাঁর সঙ্গে বদনাম জড়িয়ে রয়েছে। আমার অতীত, আমার প্রেম, সম্পর্ক নিয়ে নানা কথা শুনেছেন তিনি। আমায় উনি একদম পছন্দ করতেন না।”

বলিপাড়ার একাংশের দাবি, বিনোদকে বিয়ে করতে চেয়েছিলেন রেখা। সেই অনুযায়ী কলকাতায় এসে চুপি চুপি বিয়ে করেন তাঁরা। কিন্তু বিয়ের পর বিনোদের বাড়ি গিয়ে শাশুড়ির আশীর্বাদ নিতে যেতেই ছন্দপতন। শোনা যায়, বিনোদের মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে ঝুঁকেছিলেন রেখা। সেই মুহূর্তেই নাকি রেখাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন বিনোদের মা।

কানাঘুষো শোনা যায়, রেখাকে নাকি জুতোপেটা করেছিলেন বিনোদ মেহরার মা। সেই অপমানে কাঁদতে কাঁদতে বিনোদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন রেখা।

২০০৪ সালে এক সাক্ষাৎকারে রেখা এবং বিনোদের সম্পর্ক নিয়ে নায়িকাকে প্রশ্ন করেছিলেন সিমি গারেওয়াল। সিমির প্রশ্ন ছিল, ‘‘১৯৭৩ সালে তুমি বিনোদ মেহরাকে বিয়ে করেছিলে?’’ উত্তরে যদিও রেখা জানান, তাঁরা খুব কাছের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান