প্রায় দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন দর্শনীয় স্থানে কাটানোর পরে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত ১২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছিলেন তিনি। সেখানে ছেলে আব্রাহাম খান জয় ও সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকায় ফিরলেন অভিনেত্রী। পুত্র জয়ও মায়ের সঙ্গেই ঢাকাই ফিরেছে।
এদিকে ঢাকায় ফেরার পরদিনই কলকাতার উদ্দেশে উড়াল দিয়েছেন এই নায়িকা। পরিচালক বন্ধন বিশ্বাসের তোলা সেলফিতে এই অভিনেত্রীকে ফের বিমানবন্দরে দেখা গেল। শুক্রবার (২৮ জুলাই) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা তিনটি ছবি পোস্ট করে পরিচালক বন্ধন বিশ্বাস ক্যাপশনে লেখেন, ‘দেখা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে…।’ এ পোস্ট থেকে বুঝা গেল কলকাতায় শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই তাঁরা সেখানে গেছে।
জানা গেছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে গেল ঈদে মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ সিনেমা। সেখানে উপস্থিত থাকতেই দেশ ছেড়েছেন তিনি।
এদিকে অপু বিশ্বাস তাঁর ফেসবুক পেজে তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘লাল শাড়ি’ দেখার আহ্বান জানিয়েছেন। অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন, ‘কলকাতায় বাংলাদেশি চলচ্চিত্র উৎসবে ‘লাল শাড়ি’ প্রদর্শিত হবে ৩০ জুলাই দুপুর ৩.৩০ মিনিটে। কলকাতার দর্শকদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’
প্রসঙ্গত, গত ২ জুলাই ‘প্রিয়তমা’ ছবির মুক্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর ঠিক দশ দিন পর ছেলে জয়কে নিয়ে একই ঠিকানায় উড়ে যান অপু। এরপর ছেলেকে সঙ্গে নিয়ে সাবেক এ তারকা জুটি ঘুরে বেড়ান।
You must be logged in to post a comment.