করোনার ছোবল থেকে ছাড় পায়নি বলিউড তারকারাও। এবার করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের বড় তারকা জুটি। তারা হলেন অভিনেতা অর্জুন কাপুর ও তার প্রেমিকা মালাইকা আরোরা। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে অর্জুন কাপুর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ খবর জানিয়েছেন। তিনি বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানান।
পরে বিকেলে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তার প্রেমিকা মালাইকা আরোরাও। তথ্যটি নিশ্চিত করেছে তার বোন অমৃতা আরোরা।
আরো পড়ুন: মায়ের ভূমিকায় আসছেন জয়া আহসান
অমৃতা জানান, বিকেলেই করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে আমার বোনের। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন আইসোলেশন রয়েছেন তিনি। সঙ্গে আমরা সকলেই সামাজিক দূরত্ব মেনে চলছি।
You must be logged in to post a comment.