বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

কমরেড ছবিতে দুর্গা সাঁতারা

ফোরাম প্রতিবেদক / ৭০২ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৮, ২০১৯
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন


কলকাতায় পাহাড়ে আতঙ্ক, আ মিস্ট্রি স্টোরি, মন ছুয়ে যায়, রং নাম্বার, শেষের গল্প, হুলুস্তুলু ছবিতে অভিনয় করে প্রশংসিত হন দুর্গা সাঁতরা। সম্ভবনাময়ী ছবির এ অভিনেত্রী জানালেন নতুন খবর। তিনি বললেন, বাংলাদেশের কমরেড ছবিতে আমি থাকছি।

দুর্গা সাঁতরা বলেন, কমরেড-এ কাজ করতে যাচ্ছি। এ মাসেই চুক্তিবদ্ধ হয়েছি। এখানে চরিত্রে চমক থাকবে। আগে জানিয়ে চমক নষ্ট করতে চাই না। এতটুকু বলবো, পুরোপুরি নতুনত¦ থাকবে। তবে কমরেড ছবির শুটিং কবে শুরু হচ্ছে সেই বিষয়ে এখনও ওই তারিখ চূড়ান্ত হয়নি বলে জানান দুর্গা সাঁতরা।

নির্মাতা জানিয়েছেন, বিপ্লবী চিন্তা চেতনার গণমানুষের জীবনাদর্শ, সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। সেখানে উঠে আসবে চরম দারিদ্রতার মধ্যে বেঁচে থাকা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট এবং বিপ্লবী রাজনৈতিক চেতনা।

ছবির গল্প এবং কাহিনী লিখেছেন কথা সাহিত্যিক সুকুমার রুজ। ছবিটি পরিচালনা করছেন সুনন্দা কাঁকন এবং তপন সাহা। কমরেড ছবিটি প্রযোজনা করছে ধীমন বড়–য়ার উইনী ফিল্মস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান