বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’র স্পিন-অফ ‘হাউজ অব দ্য ড্রাগন’ ঘিরে সিনেপ্রেমীদের আগ্রহের শেষ নেই। সিরিজটির প্রথম সিজনের পর দর্শকরা এখন দ্বিতীয় সিজনের অপেক্ষায়। সম্প্রতি মুক্তি পেয়েছে হাউজ অব ড্রাগনের দুটি ভিন্ন ট্রেলার। প্রকাশ্যে এসেছে সিরিজটি মুক্তির দিন-তারিখও।
এবার নির্মাতারা গ্রিন ও ব্ল্যাক টিমের জন্য আলাদা আলাদা ট্রেলার প্রকাশ করেছে। দুটি ট্রেলারেই রক্ত, প্রতিশোধ আর ড্রাগনের গা ছমছমে যুদ্ধের আভাস পাওয়া গেছে।
আগামী ১৬ জুন এইচবিও-তে প্রিমিয়ার হবে আসন্ন দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড। এবারের সিজনটি নির্মিত হয়েছে জর্জ আরআর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে। এই হিসেবে এটি গেম অব থ্রোনসের ২০০ বছর আগের গল্প, যা ড্যানেরিস টারগেরিয়ানের জন্মের ১৭২ বছর আগের পটভূমিতে বর্ণিত। এতে টারগেরিয়ান রাজবংশের সমাপ্তির সূত্রপাত এবং ‘ড্যান্স অব দ্য ড্রাগন’ নামে পরিচিত রাজসিংহাসনে আরোহনের প্রতিদ্বন্দ্বিতায় ওয়েস্টেরসে তুমুল যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে।
দ্বিতীয় সিজনে দেখা যাবে, ব্ল্যাক ও গ্রিন উভয় দলই তাদের বাহিনী, ড্রাগন ও নতুন মিত্রদের একত্রিত করেছে। অবধারিত হয়ে উঠেছে রক্তক্ষয়ী যুদ্ধ।
প্রসঙ্গত, ট্রেলারের আগে নির্মাতারা হাউজ অব দ্য ড্রাগনের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সিরিজটির নতুন কিছু পোস্টার উন্মুক্ত করেছেন। প্রকাশিত ৬টি নতুন পোস্টারের পরেই প্রকাশ পেল ট্রেলার।
You must be logged in to post a comment.