২০২৩ সালের ৯৫ তম অস্কারের রেশ এখনও পুরোপুরি কাটেনি সবার। কিন্তু তারই মাঝে প্রকাশ্যে এসে গেল ২০২৪ সালে কবে অস্কার অনুষ্ঠিত হবে সেটার দিনক্ষণ!
সম্প্রতি একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে ঘোষণা করা হল ৯৬তম একাডেমি পুরস্কারের দিন-তারিখ। জানা গেছে, আগামী বছরের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার। খবরটি একাডেমির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে ‘দিনটা সেভ করে রাখুন। ৯৬তম অস্কার ২০২৪ সালের ১০ মার্চ, রবিবার অনুষ্ঠিত হবে।’
১৮ নভেম্বর ২০২৩ এর মধ্যে সাধারণ বিভাগে মনোনয়ন জমা দিতে হবে ২০২৪ সালের অস্কারের জন্য। এরপর ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক পর্যায়ের বাছাইয়ের কাজ। এরপর প্রাথমিক তালিকা প্রকাশিত হবে একই বছরের ২১ ডিসেম্বর।
২০২৪ সালের জানুয়ারির ১১ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে নমিনেশন ভোটিং। এরপর ২৩ জানুয়ারি সেটার তালিকা প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত পর্যায়ের ভোটিং চলবে। ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে যে কারা কোন বিভাগে লড়াই করছেন ৯৬ তম অস্কারে। ১২ ফেব্রুয়ারি অস্কারে মনোনীত ব্যক্তিদের লাঞ্চইওন পার্টি থাকবে।
বরাবরের মত ডলবি থিয়েটারেই অনুষ্ঠিত হবে অস্কারের মূল অনুষ্ঠানটি। যেটি এবিসি নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে। সূত্র: ভ্যারাইটি
You must be logged in to post a comment.