রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গান গাইবেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। আয়োজক প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের অনুমতির বিষয়ে এমনই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএমপি সূত্রে জানা যায়, জাতীয় জাদুঘর এলাকায় কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি বাতিলের পর আয়োজক প্রতিষ্ঠান একই সময়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানটি করার অনুমতি চেয়ে আবেদন করেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি সেখানে অনুষ্ঠানটি করার অনুমতি দেবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কবীর সুমনের গানের অনুষ্ঠান করার আবেদনের বিষয়ে শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা তাদের বলেছি পর্যায়ক্রমে অনুমতি দিয়ে দেব।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের শেষ ভাগে মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে বাংলাদেশে এসে গান করেছিলেন কবীর সুমন, তখন কোনো পারিশ্রমিক নেননি তিনি। টিকিট বিক্রির পুরো অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে দিয়েছিলেন।
কথা ছিল, ১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল এবং ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ করা হবে।
তবে বিপত্তে বাধে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন স্থানটি নিয়ে। এ প্রসঙ্গে ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, জাতীয় জাদুঘর একটি কেপিআই, তাই কেপিআইয়ের ভেতর জনসমাবেশ বা এ ধরনের কোনো অনুষ্ঠান করার সুযোগ নেই।
উল্লেখ্য, গান গাওয়ার জন্য এরই মধ্যে ঢাকায় অবস্থান করছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। যিনি এপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের স্বামী।
You must be logged in to post a comment.