শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

কথা বলছেন, হাসছেন সাইফ আলি খান

বিনোদন ডেস্ক / ৪৩ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ১৮, ২০২৫
কথা বলছেন, হাসছেন সাইফ আলি খান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন সাইফ আলি খান (Saif Ali Khan)। গতকাল ভোর রাতে, তাঁর নিজের বাড়িতেই তাঁর ওপর হামলা করে আততায়ী। পিঠে, ঘাড়ে ও হাতে গুরুতর চোট লাগে অভিনেতার। হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে, ছেলে তৈমুর আলি খানকে নিয়েই হাসপাতালে হাজির হয়েছিলেন সাইফ আলি খান। সেই সময়ে রক্তে ভিজে যাচ্ছিল তাঁর পোশাক। তবে তিনি হেঁটেই হাসপাতালে আসেন। তখন জুনিয়র চিকিৎসকেরা তাঁর প্রাথমিক শুশ্রূষা করেন। এরপরে সিনিয়র চিকিৎসকেরা তাঁকে দেখেন। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এখন কেমন আছেন সাইফ আলি খান?

লীলাবতী হাসপাতালের তরফ থেকে সদ্যই জানানো হয়েছে, এখন অনেকটা ভাল রয়েছেন সাইফ আলি খান। তিনি হাসছেন, কথা বলছেন, বিপদ সম্পূর্ণ কেটে গিয়েছে। তিনি হাঁটতেও পারছেন তবে চিকিৎসকেরা তাঁকে বেডরেস্ট থাকতে বলেছেন। চিকিৎসকদের তরফ থেকে আজও জানা যাচ্ছে, তাঁর পিঠে যে আঘাত লেগেছিল, তা কেবলমাত্র শিরদাঁড়া ছুঁয়েছিল। তাতেই সেই আঘাত একটা গুরুতর যে শিরদাঁড়া থেকে ফ্লুইড বেরতে শুরু করে যায়। আঘাত যদি আরও গভীর হত, তাহলে সাইফের শিড়দাঁড়ার চিরকালীন ক্ষতি হতে পারত।

চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু সাইফের পিঠের আঘাত খুব গভীর, সেই কারণে বিপদ কেটে গেলেও একটা ইনফেকশন হওয়ার ভয় রয়েছে। তবে চিকিৎসায় খুব ভাল সাড়া দিচ্ছেন সাইফ। যদি তিনি এভাবেই তাড়াতাড়ি সেরে উঠতে থাকেন, তাহলে ২ থেকে ৩ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ১ সপ্তাহের মধ্যেই ছোটে নবাব অনেকটাই ভাল হয়ে উঠবেন বলে চিকিৎসকেরা প্রত্যাশা করছেন। তাঁকে বিশেষ কেবিনে স্থানাস্তর করা হয়েছে।

আজ একজন চিকিৎসক জানান, সাইফ যে আঘাত নিয়ে হেঁটে হাসপাতালে ঢুকেছেন, ওই পরিমাণ আঘাত নিয়ে কেউ হাঁটবে এটা চিকিৎসকেরা কেউ কল্পনাই করতে পারেন না। কিন্তু সাইফ সোজা হেঁটেই হাসপাতালে এসেছিলেন। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। অন্যদিকে সাইফের অ্যানাস্থেসিস্ট জানাচ্ছেন, সাইফ হাসপাতালে এসে স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। তাঁর সঙ্গে সেইদিন রাতে ঠিক কী হয়েছে সেই সমস্ত কথা তিনি সজ্ঞানে বলছিলেন। এক মুহূর্তের জন্যও তিনি ব্যথায় জ্ঞান হারাননি।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সাইফ আলি খান ১০০ শতাংশই সুস্থ হয়ে যাবেন। সেই সম্ভাবনাই রয়েছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। চিকিৎসকদের আশা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবেন সাইফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান