বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

কঙ্গনা রানাউতের অফিস ভেঙে দিলো বিএমসি

ফোরাম প্রতিবেদক / ৫২৯ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৯, ২০২০
কঙ্গনা রানাউতের অফিস ভেঙে দিলো বিএমসি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অবৈধ স্থাপনার অভিযোগে নোটিশ দেয়ার ২৪ ঘণ্টা পার হলেও কোন জবাব না দেয়ায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের মনিকর্ণিকা ফিল্মস এর একটি অফিস ভেঙে দিয়েছে ব্রিহন মুম্বাই মিউনিসিপাল করপোরেশন-বিএমসি।

কঙ্গনার অভিযোগ তাকে হেনস্থা করতেই এমন পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অফিসটির বাইরে এই সংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দেয় বিএমসি। এরপর কোন জবাব না পেয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বুলডোজার দিয়ে অফিস ভাঙা শুরু হয়। এসময় মোতায়েন করা হয় পুলিশও।

এদিকে, এক টুইট বার্তায় এই ঘটনার নিন্দা জানিয়ে কঙ্গনা তার অফিসটিকে রামমন্দিরের সঙ্গে তুলনা করেন এবং পুলিশকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর বলে আখ্যা দেন।

প্রসঙ্গত, গত জুনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এ ঘটনায় মহারাষ্ট্রে সরকার ও মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে নানা সমালোচনা করেন এই অভিনেত্রী। এরপর থেকেই মহারাষ্ট্র সরকারের সঙ্গে তার বিরোধ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান