রাজনীতির ময়দানে পা রেখেই বাজিমাৎ করেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের ‘মন্ডীতে ৭০ হাজার ভোটে জিতেছেন বিজেপির এই প্রার্থী। কঙ্গনার জয় নিয়ে এ বার সমাজমাধ্যমে ‘আবেগঘন’ পোস্ট করলেন অভিনেতা অনুপম খের।
এই পোস্টে তিনি কঙ্গনাকে ‘রকস্টার’ বলে সম্বোধন করেছেন। অনুপম খের লিখেছেন, ‘‘প্রিয় কঙ্গনা, তুমি একজন ‘রকস্টার’। তোমার এই সফলতা সত্যিই অনুপ্রেরণা দেয়। তোমার জন্য এবং মন্ডী-সহ হিমাচল প্রদেশের জন্য সত্যিই খুব খুশি আমি। তুমি প্রমাণ করে দিয়েছ, কেউ যদি নিজের লক্ষ্যে স্থির থাকেন এবং পরিশ্রম করেন, তা হলে যা খুশি ঘটে যেতে পারে। জয় হো!’’
লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সমাজমাধ্যমে নিজেও পোস্ট দিয়েছিলেন কঙ্গনা। তিনি লিখেছিলেন, ‘‘ভালবাসা দেওয়ার জন্য ও আমার উপর বিশ্বাস রাখার জন্য মন্ডীর মানুষকে কৃতজ্ঞতা জানাই। এই জয় আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রাখার জন্য এই জয়। এই জয় সনাতন ধর্মের। এটা গোটা মন্ডীর জয়।’’
নির্বাচনের ফলপ্রকাশের দিন সকাল থেকেই পুজায় ছিলেন কঙ্গনা। নিজের বাড়িতে পুজা সেরে মায়ের সঙ্গে মন্দিরে পৌঁছে গিয়েছিলেন তিনি। মন্দিরে পুজো দেওয়ার পরে সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, ‘‘পুরো দেশে মোদীর ঝড়ই বইছে। আগেও তা-ই বলেছিলাম। আমাদের হিমাচল প্রদেশেও একই চিত্র। আমার সৌভাগ্য যে, বিজেপি এক মেয়েকে লড়ার সুযোগ দিয়েছে।’’
জয়ী হওয়ার পরে কঙ্গনা বলেন, ‘‘এখনই ব্যাগ গুছিয়ে হিমাচল ছাড়া উচিত কংগ্রেস প্রার্থীর। একজন মহিলা সম্পর্কে এত খারাপ কথা যাঁরা বলেন, তাঁদের পরিণতি ভোগ করতেই হবে। আমরা ব্যাপক ভাবে জিতেছি। মন্ডী নিজের মেয়েদের অপমানের সহ্য করে না।’’
You must be logged in to post a comment.