ঠোঁটকাটা বলে টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত শ্রীলেখা মিত্র। বেশ অনেক দিন দিন হয়ে গেল অভিনেত্রীকে দেখা যায়নি পর্দায়। তার ঝুলিতে একের পর এক পুরস্কার। তাঁর পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ দারুণ প্রশংসিত হয়েছে। এত স্বীকৃতির পরেও নতুন ভালো কাজে তাকে ডাকছেন না কোনো প্রযোজক। কেন? তা নিয়েই এবার বিস্ফোরক বক্তব্য শ্রীলেখার।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, ‘এত কিছুর পরেও কেউ দুই-পাঁচ লক্ষ টাকা জোগান দেওয়ার চেষ্টা করবেন না। ভালবাসার কোনও মন্ত্রী নেই তো!’
কলকাতার একটি গণমাধ্যমকে শ্রীলেখা বললেন, ‘প্রযোজক পাব কী করে? শ্রীলেখা মিত্র তো এত দিন সৎ পথে থেকেছে। অসৎ পথে থাকলে সম্মান পাওয়া যায়। সরকারি পুরস্কারে পুরস্কৃত হওয়া যায়। এমনি এমনি তিন মাস হাতে কাজ নেই? তবু আমি কখনও নিজের পথ থেকে বিচ্যুত হব না।’
শ্রীলেখা আরও বলেন, ‘আমি কারো বাগানবাড়িতে গিয়ে সময় কাটাতে পারব না। ভালো কাজ করব বলে, সিনেমা তৈরি করব বলে টাকা দরকার। কিন্তু তার জন্য কারও পায়ের তলায় বসে থাকতে পারব না। আমাকে নিয়ে কে কী ভাবল, তা নিয়ে কাউকে ভয় করি না।’
যে কোনও সামাজিক বিষয়ে নিজের মতামত জানাতে কখনও কুণ্ঠাবোধ করেন না শ্রীলেখা। তার জন্যও বহু কটাক্ষ শুনতে হয়েছে নানা সময়ে।
You must be logged in to post a comment.