লেটস্ সিনেমা এই স্লোগান নিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’। শুক্রবার সন্ধ্যায় লাবনী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে উৎসবটির উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার।
চলচ্চিত্র সংসদ সিনেমা বাংলাদেশের উদ্যোগে এবারের উৎসবে অংশ নিয়েছে ৩২টি দেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র। প্রথম দিনে মায়ার জঞ্জাল ও ‘মশারি’ ছবি দেখানো হয়েছে।
আয়োজক কমিটির সদস্য সচিব রোকেয়া প্রাচী ও উৎসব প্রযোজক হেমন্ত সাদিক জানান, তারুণ্যকে দেশের সংস্কৃতির কাজে সম্পৃক্ত করে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যেই ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালের’ উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামেন্দ্র মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, প্রসূণ রহমান, রেদওয়ান রনি, আজমেরী হক বাঁধন, নাসির উদ্দিন খান, শারমিন সুলতানা সুমি, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ অনেকে।
You must be logged in to post a comment.