সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন

কংগ্রেস নেতা-অভিনেতা রাজ বব্বরের দু বছরের জেল

ফোরাম প্রতিবেদক / ১৭৪ জন দেখেছেন
আপডেট : জুলাই ৮, ২০২২
কংগ্রেস নেতা-অভিনেতা রাজ বব্বরের দু বছরের জেল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ধর্মের কল বাতাসে নড়ে। প্রচলিত কথাকে সত‍্যি প্রমাণ করে ২৬ বছর আগের একটি মামলায় জেল হল বলিউড অভিনেতা তথা কংগ্রেস নেতা রাজ বব্বরের। অভিনেতা প্রতীক বব্বরের বাবা তিনি। এক পোলিং অফিসারকে নিগ্রহের অভিযোগে দু বছরের জেল হয়েছে তাঁর। সঙ্গে দিতে হবে জরিমানাও।

এ যেন বিনা মেঘে বজ্রপাত। ১৯৯৬ সালের মে মাসে লোকসভা নির্বাচনের সময়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল রাজ বব্বরের বিরুদ্ধে। অভিযোগকারী ছিলেন কৃষ্ণ সিং নামে এক পোলিং অফিসার। তাঁর অভিযোগ ছিল, নির্বাচন চলাকালীন লখনউ এর সুলতান ই মাদারিস নামে একটি স্কুলের বুথে ঢুকে পড়েন রাজ।

সেখানে তখন ভোটগ্রহণ চলছিল। রাজ বব্বরের সঙ্গে আরো বেশ কয়েকজন সঙ্গী সাথী ছিল। তাঁরা বুথের ভেতরে ঢুকে সরকারি কাজে বাধা দিচ্ছিলেন। ওই পোলিং অফিসার তখন বাধা দিতে যান রাজ বব্বর। অভিনেতা তখন ওই পোলিং অফিসারের উপরে চড়াও হন বলে অভিযোগ। তাঁকে শারীরিক নিগ্রহও করা হয়েছিল বলে অভিযোগ।

সে সময়ে সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বব্বর। পুলিসের হস্তক্ষেপে ঝামেলা বন্ধ করা হলেও রাজ বব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই পোলিং অফিসার। জানা যাচ্ছে, ওই বছরেই চার্জশিট দাখিল হয়েছিল বব্বর সহ অন‍্য অভিযুক্তদের বিরুদ্ধে। তবে সাজা পাননি।

পেলেন ২৬ বছর পর। লখনউ আদালত রাজ বব্বরের দু বছর কারাদণ্ড ও ৮৫০০ টাকা জরিমানার সাজা শুনিয়েছে। যদিও সংবাদ মাধ‍্যমকে রাজ বব্বর জানিয়েছেন, এত বছর আগেকার ঘটনা এখন তাঁর স্পষ্ট মনে নেই। তবে ওই বুথে ঝামেলার কথা শুনেই নাকি সেখানে গিয়েছিলেন তিনি। তবে কোনো সরকারি কর্মচারীকে তিনি নিগ্রহ করেননি বলেই দাবি করেছেন রাজ বব্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান