অনলাইন প্লাটফর্মে থাকা বিভিন্ন ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল দৃশ্য সরিয়ে নিতে বিটিআরসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ।
বাংলাদেশের ওয়েব সিরিজ থেকে আপত্তিকর কন্টেন্ট সরাতে আরো চার সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। অনলাইন প্লাটফর্মে থাকা বিভিন্ন ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল দৃশ্য সরিয়ে নিতে বিটিআরসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। একই সাথে ওয়েব সিরিজ থেকে অশ্লীল দৃশ্য সরাতে না পারার ব্যর্থতা কেনো বেআইনি হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
বিটিআরসির চেয়ারম্যান, তথ্য সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, সংস্কৃতি সচিব ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক আইনজীবীর রিটের পর গত ১৫ই জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ৭ দিনের মধ্যে ওয়েব সিরিজ থেকে অশ্লীল কন্টেন্ট সরানোর নির্দেশ দিয়েছিল।