বিনোদন প্রতিবেদক:‘ওয়েব সিরিজে যা দেখলাম তাতে মনে হচ্ছে ব্লু ফিল্ম চালাবার একটা পায়তারা। আর এটা যদি হয় শৈল্পিক, তাহলে ময়ূরী, মুনমুনদের কিছু পরিচালক ল্যাংটা বলতেন। আর এখন কি দেখছেন, গাধার বাচ্চা। পেছনে ফিরে তাকাই।’ কথাগুলো ফেসবুক পেজে ক্ষোভের সাথে লিখেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।
চলচ্চিত্রে অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়ে যিনি কোটি দর্শক হৃদয় জয় করে নিয়েছিলেন। সম্প্রতি চলচ্চিত্রে কাজ নিয়ে তেমন ব্যস্ততা নেই এই অভিনেতার। আর নব্বই দশকে সাধারণ দর্শকরা বড় পর্দাকেই বিনোদনের মাধ্যম বলে গণ্য করত। তবে বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে বিনোদনের অন্যতম মাধ্যম। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই তারকাদের।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। সেন্সরশিপ না থাকায় এই প্ল্যাটফর্মে যত্রতত্র অ্যাডাল্ট কনটেন্ট দেখা যাচ্ছে। এবার এই বিষয়টি নিয়েই বুধবার (১০ মে) সকালে ‘ওমর সানী ব্লগ‘ নামে ফেসবুক পেজের এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে ওমর সানী লেখেন, ‘ওয়েব সিরিজে যা দেখলাম তাতে মনে হচ্ছে ব্লু ফিল্ম চালাবার একটা পায়তারা। আর এটা যদি হয় শৈল্পিক, তাহলে ময়ূরী, মুনমুনদের কিছু পরিচালক ল্যাংটা বলতেন। আর এখন কি দেখছেন, গাধার বাচ্চা। পেছনে ফিরে তাকাই।’
এর আগে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে বলিউড ভাইজান সালমান খান বলেন, ‘ওটিটিতে যে ধরনের যৌনতা, খারাপ দৃশ্য এবং গালিগালাজ দেখানো হয়, সেগুলো বন্ধ হওয়া উচিত। ওদেরও সেন্সর থাকা উচিত। বাচ্চাদের ফোনেও এগুলো দেখা যায়। ১৫-১৬ বছরের বাচ্চা যদি এগুলো দেখে আপনাদের ভালো লাগবে? আমার মনে হয়, কনটেন্ট বিচার-বিবেচনা করে তারপরেই আনা উচিত। যত ক্লিন কনটেন্ট হবে, ততো এর ভিউজ বাড়বে। সিনেমার ক্ষেত্রে যেমন সেন্সর বোর্ডে কাটছাঁট নিয়ম বহাল। তেমনি টিভির ক্ষেত্রেও কিছু কিছু বিষয়ে কাটছাঁট হয়ে থাকে। কিন্তু ওটিটি আজও এই আয়ত্বের বাইরে।’
সর্বশেষ জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায় শুটিং করেন ওমর সানী। এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহি সহ প্রমুখ।
You must be logged in to post a comment.