আবারও আইটেম গানে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। টালিউডের রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে কোমর দোলাবেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর আগে প্রথমবার সুড়ঙ্গ সিনেমার কলিজা আর জান আইটেম গানে দর্শক মাতিয়েছেন নুসরাত ফারিয়া।
ইতিমধ্যে মেনকা শিরোনামের গানের একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। এতে তার সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুকে প্রকাশিত পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।
এ বিষয়ে ফারিয়া বলেন, আবার প্রলয় ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন দর্শক। তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ৪ আগস্ট গানটি প্রকাশ হবে। ‘মেনকা’ গানটিতে দর্শকদের ভালো লাগবে। উল্লেখ্য গোবরডাঙার সুটিয়া গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনাকে নিয়ে কিছু সত্যি এবং কিছু কাল্পনিক ঘটনার মিশেলে রাজ চক্রবর্তী নির্মাণ করেছেন সিরিজ ‘প্রলয়’।
You must be logged in to post a comment.