বিশিষ্ট টক শো সঞ্চালক, লেখিকা ও জনহিতৈষী ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে ওজন কমাতে ওষুধ খেতেন। এমন খবর প্রকাশের পর তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ‘ওয়েট ওয়াচার’ এর পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেছেন। দশ বছর প্রতিষ্ঠানটির বোর্ডের সদস্য ছিলেন তিনি।
ওয়েট ওয়াচার যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক প্রতিষ্ঠান। যারা ওজন কমানো, ফিটনেস এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে।
এ বছরের মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়েট ওয়াচার এর শেয়ারহোল্ডারদের সভায় উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন অপরাহ। ২০১৫ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের বোর্ড সদস্য ছিলেন। যিনি এই প্রতিষ্ঠানের ১০ ভাগ শেয়ারের মালিক।
ওয়েট ওয়াচার এর চেয়ারম্যান থিলো সিমেলবাউয়ার এক বিবৃতিতে বলেছেন, “অপরাহ আমাদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব। বোর্ডের পক্ষ থেকে আমরা তাঁকে ধন্যবাদ জানাতে চাই। তাঁর কর্মদক্ষতা, নিবেদন আমরা সব সময় মনে রাখবো। ”
এদিকে অপরাহ’র পদত্যাগের খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দামে ২০ শতাংশ পতন ঘটেছে।
You must be logged in to post a comment.