ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায়। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে এই ছবিতে তাঁর লুক। এদিকে, পর্দায় তাঁকে নিয়মিত না দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেতা। কথা বলেন নানা ইস্যুতে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিস্ফোরক পোস্ট দেন তিনি। যেখানে নির্দিষ্ট করে ব্যক্তি বা সংগঠনের নাম না বললেও, ইঙ্গিত যে চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সমিতির দিকে সেটা স্পষ্ট।
ওমর সানী লেখেন, ‘কিছু মানুষ যাচ্ছে তাই বলে যায়, আমরাও দেখি আমাদের সমিতিও দেখে কিন্তু তারাও না দেখার ভান করে আর আমরাও কিছু বলি না। সময় এক সময় ফিরিয়ে দিবে, কী লাভ সমিতি রেখে, আপনাদের কাজটা কী?’ তবে হঠাৎ কেন এমন পোস্ট দিয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন ওমর সানী। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর সঙ্গে জুটি বাঁধেন এ নায়ক। পরবর্তীতে ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় দেখা যায় তাঁকে। অন্যদিকে, ওমর সানী অভিনীত সিনেমার মধ্যে ‘চাঁদের আলো’, ‘প্রেম পতিশোধ’, ‘আখেরি হামলা’, ‘পাগল তোর জন্য রে’, ‘কুলি’, ‘আজব প্রেম’ প্রভৃতি উল্লেখযোগ্য।
You must be logged in to post a comment.