এবার ওটিটিতে আসছে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-৩’। শিগগির এ সিরিজের তৃতীয় পার্ট নিয়ে হাজির হতে যাচ্ছেন করণ। প্রতিবারের মতো এবারও করণ জোহর লঞ্চ করবেন নতুন কোনো মুখকে।
২০১২ সালে মুক্তি পায় করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। একসঙ্গে তিন নতুন মুখ লঞ্চ করেন পরিচালক। আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান। এর ঠিক ৭ বছর পর, ২০১৯ সালে মুক্তি পায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’।
ওটিটিতে ২৭ জুলাই মুক্তি পাচ্ছে ‘পাতালঘর’
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-৩’র সিরিজে মূল চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় কাপুরের কন্যা। এটিই তাহলে তার প্রথম ওটিটিতে কাজ হবে। মোহনলালের ‘ভ্রুসভা’র হাত ধরে অভিনয় জগতে শিগগির পা রাখতে চলেছেন শানায়া।
You must be logged in to post a comment.