২০২২ বিশ্বকাপে স্টেডিয়ামের গ্যালারিতে মেসুত ওজিলের ছবি দিয়ে জার্মানির ফুটবলারদের সাম্প্রতিক প্রতিবাদের পাল্টা জবাব দিয়েছেন কাতারের সমর্থকরা। বিশ্বের প্রভাবশালী ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
কাতারে সমকামিতা পুরোপুরি নিষিদ্ধ। কাউকে এরকম সন্দেহ হলেই দেশটিতে জেল দেয়া হয়। বিশ্বকাপে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরে কাতারি এ আইনের বিরোধিতা করতে চেয়েছিলেন জার্মান ফুটবল দল।
তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) সাফ জানিয়ে দেয়, তেমনটি করলে চলমান আসরে নিষিদ্ধ হবেন সেসব ফুটবলার। ফলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন জার্মান ফুটবলাররা। তবে অন্যভাবে ঠিকই প্রতিবাদ জানান তারা।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে যায় জার্মানি। এর আগে ম্যাচের শুরুতে মুখ ঢেকে কাতারের আইনের বিরোধিতা করেন দলটির ফুটবলাররা। সেই রেশ না কাটতেই তাদের উচিত জবাব দিলেন কাতারের সমর্থকরা।
রোববার (২৭ নভেম্বর) স্পেনের মুখোমুখি হয় জার্মানি। দারুণ উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই ও রোমাঞ্চে দুই দলের খেলা ১-১ গোলে ড্র হয়। তবে এদিন সবচেয়ে বেশি আলো কাড়েন কাতারের সমর্থকরা।
গ্যালারিতে জার্মানির বিশ্বকাপজয়ী মুসলিম ফুটবলার ওজিলের ছবি ধরে মুখ ঢেকে দলটির বর্তমান ফুটবলারদের সাম্প্রতিক প্রতিবাদের বিরোধিতা করেন তারা।
You must be logged in to post a comment.