ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্যে খাবি খান না, এমন সিনেপ্রেমী খুব কম পাওয়া যাবে। অনুরাগীদের কাছে তিনি স্বপ্নের নায়িকা। অথচ শুনলে অবাক হবেন যে, তাকেই ‘প্লাস্টিক সুন্দরী’ বলেছিলেন ইমরান হাশমি। এই মন্তব্যের জেরে সৃষ্টি হয়েছিল বিতর্ক।
২০১৪ সালে করণ জোহরের ‘কফি উইথ করণ’র চতুর্থ সিজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান হাশমি। শো চলাকালীন অতিথিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক করণ। যিনি ভালো উত্তর দেন, বিজয়ী হিসেবে তাকে বিশেষ উপহার দেয়ার নিয়ম রয়েছে।
প্রশ্নোত্তর পর্বে নিয়মানুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন করণ। শব্দগুলো শোনার পর যে তারকার কথা প্রথমে মনে আসবে, সেই নামই জবাবে বলতে হত তাকে। করণ যখন ‘প্লাস্টিক’ শব্দটি উচ্চারণ করে তার দিকে তাকান, তখন অভিনেতা চটজলদি ঐশ্বরিয়ার নাম বলেন।
এমন মন্তব্যের ফলে রোষের কবলে পড়েন ইমরান। বলিউডে কানাঘুষা শোনা যায়, ‘বাদশাহো’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান ঐশ্বরিয়া। কিন্তু এতে ইমরান অভিনয় করবেন শুনে না করে দেন অভিনেত্রী।
সম্প্রতি ইউটিউব চ্যানেল লালনটপকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবারও মুখ খুলেছেন ইমরান হাশমি। এ সময় তিনি বলেন— এমন মন্তব্যের জন্য আমি খুবই বিব্রত। তবে বিষয়টিকে যদি কেউ সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে নিয়ে যান, তাহলে তা ঠিক হবে না। আসলে বিষয়টি সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটে নিছক একটি রসিকতা ছিল।
You must be logged in to post a comment.