রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

ঐন্দ্রিলার মৃত্যুতে যা বললেন প্রসেনজিৎ

ফোরাম প্রতিবেদক / ১২৮ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২১, ২০২২
ঐন্দ্রিলার মৃত্যুতে যা বললেন প্রসেনজিৎ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতের টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মারা গেছেন রোববার (২০ নভেম্বর) সকালে। মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে মৃত্যৃর সঙ্গে লড়াই করেও বাঁচতে পারলেন না তিনি। শেষ পর্যন্ত পরপারে চলে যেতেই হলো এই অভিনেত্রীকে।

ঐন্দ্রিলার অকাল মৃত্যুতে টালিপাড়ার সব তারকারা শোকাহত। তার মৃত্যুতে সবাই শোক প্রকাশ করছেন। টালি তারকা প্রসেনজিৎ চ্যাটার্জীও শোক প্রকাশ করেছেন।

ভারতীয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মারা গেছেন

রোববার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে প্রসেনজিৎ স্বল্প ভাষায় শোক প্রকাশ করেন। দুটি বাক্যে তিনি লেখেন, ‘ভালো থেকো ঐন্দ্রিলা। তোমার ইচ্ছাশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক।”

প্রসেনজিৎ স্বল্প কথায় শোক প্রকাশ করলেও তিনি বুঝাতে চেয়েছেন, এই অভিনেত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি। আর অন্যসব শিল্পী কিংবা মানুষের কাছে ঐন্দ্রিলার বেঁচে থাকার জন্য লড়াই ও কর্মযজ্ঞ অনুপ্রেরণা হয়ে থাকবে।

ঐন্দ্রিলা গত ১ নভেম্বর হঠাৎ করেই স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল অভিনেত্রীর। এরপর কোমায় নেয়া হয়। কিন্তু শত চেষ্টার পরেও ফেরানো গেল না তরুণী তারকাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান