মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

এ কষ্ট আমি কোথায় রাখি: চঞ্চল চৌধুরী

ফোরাম প্রতিবেদক / ২৫১ জন দেখেছেন
আপডেট : জুলাই ২৮, ২০২২
এ কষ্ট আমি কোথায় রাখি: চঞ্চল চৌধুরী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমাটি মুক্তির আগেই ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গান ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায়। এতে জাত অভিনেতা চঞ্চল চৌধুরীও রয়েছেন। ফলে দর্শকদের আগ্রহেরও কমতি নেই। আর সিনেমাপ্রেমীদের আগ্রহে থাকা এই সিনেমাটি দেশের ২৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ জুলাই।

এর আগে সিনেমার ট্রেলার মুক্তি পায়। ট্রেলারে দেখা যায়, কয়েকজন মাঝি একজন রহস্যময় নারীকে জিজ্ঞাসাবাদ করছেন। মাঝ সমুদ্রে আটকে পড়া আট মাঝি ও জেলে নৌকায় হাজির হওয়া রহস্যময় এক বেদেনী নারীকে কেন্দ্র করেই এগিয়ে যেতে থাকে সিনেমার গল্প।

এমন গল্পের সিনেমাটি মুক্তির আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়, হাওয়া সিনেমার টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে। এক্ষেত্রে সিনেমা হলগুলোয় প্রথম তিনদিনের টিকিট বিক্রিও শেষ হয়েছে বলে জানা যায়। এমন খবরে অবশ্য সিনেমা সংশ্লিষ্টরা খুশি। সাম্প্রতিক সময়ে করোনার তাণ্ডব কাটিয়ে দর্শকরা হলমুখি হওয়ায় সিনে ইন্ডাস্ট্রিতে সুবাতাস বইছে।

সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমার মানুষ হওয়ায় তিনি নিজেও বিভিন্ন সময় পরিবার নিয়ে ছবি দেখে থাকেন। এ কারণে নিজের অভিনীত ‘হাওয়া’ সিনেমা পরিবার পরিজনের সঙ্গে দেখার জন্য আগ্রহের শেষ নেই তার। কিন্তু পরিবারের জন্য এখন পর্যন্ত একটি টিকিটও সংগ্রহ করতে পারেননি তিনি। এ কারণে মন খারাপ এই অভিনেতার।

মঙ্গলবার (২৬ জুলাই) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসে টিকিট না পাওয়ার কষ্টের কথা জানান চঞ্চল চৌধুরী। এদিন তিনি ‘হাওয়া সিনেমার টিকিট না পাওয়ার খবর প্রকাশ হচ্ছে’-এমনটা উল্লেখ করে স্ট্যাটাসে লিখেন, “এখন পর্যন্ত নিজের পরিবার পরিজনের হাতেও একটা টিকিট তুলে দিতে পারিনি! হায়রে ‘হাওয়া…!”

চঞ্চল চৌধুরী আরও লিখেছেন, “এবার সবার সঙ্গে আমার সম্পর্ক নষ্টের মূল কারণ হবে ‘হাওয়া’। এ কষ্ট আমি কোথায় রাখি!”

‘হাওয়া’ সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান