রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

এ এক অন্য মৌনী, বঙ্গতনয়ার লাস্যময়ী রূপ ভাইরাল

ফোরাম প্রতিবেদক / ২৭৫ জন দেখেছেন
আপডেট : জুলাই ৬, ২০২২
এ এক অন্য মৌনী, বঙ্গতনয়ার লাস্যময়ী রূপ ভাইরাল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গতবছর ২৭ জানুয়ারি বিয়ে করেন সুরজ এবং মৌনী। মালয়ালী এবং বাঙালি রীতি মেনে নতুন অধ্যায় শুরু করেন তাঁরা।
বর্ষায় ময়ূরের মতো খুশি মৌনী রায়…খয়েরি কো-অর্ড সেট-এ বৃষ্টিতে ডুব দিয়েছেন বঙ্গতনয়া। ২০০৭-এ জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’তে অভিনয়ে হাতেখড়ি মৌনীর।

২০০৪-এ ‘রান’ এবং ২০১৬-তে ‘তুম বিন টু’-তে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল মৌনীকে। অক্ষয় কুমারের ‘গোল্ড’-এ প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি।

বিগ বস সিজন টেন-এও গিয়েছিলেন মৌনী। সেখানেও বেশ নজর কেড়েছিলেন সলমনের।

মৌনীর জন্ম কোচবিহারে। ক্লাস টুয়েলভ পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছেন তিনি। পরে দিল্লি চলে যান। সেখান থেকে মুম্বই গিয়ে অভিনয়ের জগতে প্রবেশ করেন।

গতবছর ২৭ জানুয়ারি বিয়ে করেন সুরজ এবং মৌনী। মালয়ালী এবং বাঙালি রীতি মেনে নতুন অধ্যায় শুরু করেন তাঁরা। মধুচন্দ্রিমার জন্য উড়ে গিয়েছিলেন কাশ্মীরে। সেখান থেকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নানা ছবি, ভিডিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান