রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

এমন কিছুই করিনি যা নিয়ে কথা বলব : শরিফুল রাজ

ফোরাম প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১২, ২০২২
এমন কিছুই করিনি যা নিয়ে কথা বলব : শরিফুল রাজ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজের ক্যারিয়ারে সুসময় যাচ্ছে। এমন সময় তাঁকে ঘিরে দুই চিত্রনায়িকা পরী মণি ও বিদ্যা সিনহা মিম আলোচনায়।

স্বামী রাজের সঙ্গে মিমের ‘অতি মাখামাখি’ পছন্দ করছেন না পরী, সেটা প্রকাশ্যে অন্তর্জালে জানিয়েছেন চিত্রনায়িকা।

এই বিষয়ে শরিফুল রাজ বলছেন, ‘এই সব বিষয়ে আমি কিছুই জানি না। অভিযোগ নিয়ে কথা বলতে চাই না। আমার দিক থেকে তেমন কিছু ঘটেনি। এমন কিছুই করিনি, সেটা নিয়ে কেন কথা বলব। আশা করি, সবকিছু পরিষ্কার হবে আগামীতে।’

পরীকে অনেক সম্মান করি, ভালোবাসি উল্লেখ করে রাজ আরও বলছেন, ‘আমি সংসার, স্ত্রী, সন্তান নিয়ে অনেক আনন্দিত একজন মানুষ। পরী, আমাদের সন্তান নিয়ে ভালোই আছি। পরীকে অনেক সম্মান করি ভালোবাসি। সব সময় এই কথা বলে আসছি, আগামীতেও বলে যাব।’

গতকাল রাতে রাজ-পরী তাঁদের সন্তান রাজ্যের জন্মদিন (তিন মাস) পালন করেছেন একসঙ্গে। সেই ছবিও ভাসছে অন্তর্জালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান