প্যারিসে আগামী মাসে অনুষ্ঠিতব্য এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার ১৯ অক্টোবর আয়োজকরা ইসরাইল এবং গাজায় চলমান সংঘাতকে ‘বৈশ্বিক অস্থিরতা’ হিসেবে উল্লেখ করে এই আয়োজন বাতিল করেন।
এবারের এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস আগামী ৫ নভেম্বর প্যারিসের নর্ড ভিলেপিন্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ এই পুরষ্কার অনুষ্ঠানে টেলর সুইফট, অলিভিয়া রদ্রিগো, ব্যাড বানি, ফু ফাইটার মনোনীতদের মধ্যে ছিলেন।
অনুষ্ঠানটি বাতিল হওয়া প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন,‘বিশ্বের চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে আগত হাজার হাজার কর্মচারী, ক্রু সদস্য, শিল্পী, অনুরাগী এবং অংশীদারদের সতর্কতার কথা চিন্তা করে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস,২০২৩ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস হল বিশ্ব সঙ্গীতের একটি বার্ষিক উদযাপন৷ আমরা যখন ইসরায়েল এবং গাজায় বিধ্বংসী ঘটনাগুলি বিভিন্ন সম্প্রচার মাধ্যমে প্রচারিত হতে দেখি, তখন বর্তমান সময়কে বৈশ্বিক উদযাপনের জন্য একটি সঠিক মুহূর্ত বলে মনে হয় না৷ ইতিমধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। চারদিকে আহত মানুষের আহাজারি ও মৃত্যু যেন শুধুই শোকের মুহূর্ত। আমরা ২০২৪ সালের নভেম্বরে পুনরায় এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস আয়োজন করার করার জন্য উন্মুখ হয়ে আছি।’
ইসরায়েল তার ৭৫ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে মারাত্মক আক্রমণের জবাব দিয়েছে। তাদের এবারের লক্ষ্য হামাসকে সম্পূর্ণ নির্মূল করা। তারা সমগ্র গাজা উপত্যকার ২.৩ মিলিয়ন মানুষকে সম্পূর্ণ অবরোধ করে রেখেছে। এরইমধ্যে ছিটমহলে বোমাবর্ষণ করেছে এবং এই হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে ও এক মিলিয়নেরও বেশি গৃহহীন হয়েছে।
গত ১৩ অক্টোবর সন্দেহভাজন ইসলামপন্থী হামলায় একজন স্কুল শিক্ষককে হত্যার পর ফ্রান্স তার সর্বোচ্চ সতর্কতার মধ্যে রয়েছে।ডিজিএসি বিমান কর্তৃপক্ষ জানিয়েছে,গত ১৭ অক্টোবর বুধবার, আটটি ফরাসি বিমানবন্দর নিরাপত্তা সতর্কতার আওতায় আনা হয় এবং বেশ কয়েকটি চেকের জন্য খালি করা হয়েছিল। একইসাথে ভার্সাই প্রাসাদটি পাঁচ দিনের মধ্যে তৃতীয় নিরাপত্তা ভীতির কারণে আবার বন্ধ হয়ে গেছে।ফ্রান্সের বর্তমান অবস্থার কথা বিবেচনা করলে বর্তমানে এখানে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড এর মতো কোন বিশাল আয়োজন করা অসম্ভব।
এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড প্রতি বছর পৃথিবীর ভিন্ন ভিন্ন শহরে অনুষ্ঠিত হয়। গত বছরের ইভেন্টটি পশ্চিম জার্মানির ডুসেলডর্ফে অনুষ্ঠিত হয়েছিল।
এ বছরের এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড -এ টেইলর সুইফট তার হিট ‘অ্যান্টি-হিরো’ গানের জন্য সেরা শিল্পী, সেরা গান এবং সেরা ভিডিও সহ সাতটি মনোনয়ন পেয়ে এই বছরের মনোনয়ন তালিকার শীর্ষে ছিলেন।
অন্যান্য আলোচিত মনোনীতদের মধ্যে কে-পপ তারকা বিটিএস-এর সদস্য জং কুক অন্যতম। জং কুকের বাতিল হয়ে যাওয়া এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। সূত্র- রয়টার্স
You must be logged in to post a comment.