প্রতিনিয়তই প্রাণনাশের হুমকি আসছেন বলিউড অভিনেতা সালমান খান। কৃষ্ণসার হরিণ হত্যার কারণে লরেন্স বিষ্ণোই দলের তরফ থেকে হুমকি পেয়ে আসছেন তিনি। যার জেরে প্রাণ গেছে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার। অভিযোগ, সম্প্রতি একই কারণে খুন হয়েছেন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি। তিনিও সালমানের ঘনিষ্ঠ। গুঞ্জন, এবার কি পাঞ্জাবি গায়ক বাদশার পালা?
মঙ্গলবার এই গায়কের পানশালা তথা রেস্তোরাঁর বাইরে আচমকা বিস্ফোরণ ঘটে। দুই সন্দেহভাজন ব্যক্তিকে নাকি বাইকে চড়ে বোমা ছুড়ে পালাতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। পাঞ্জাবি গায়কের পানশালাটি আবার থানার বিপরীতে। প্রশাসনের নাকের ডগায় এত বড় কাণ্ড ঘটায় নতুন করে ভাঁজ পড়েছে বলিউডের কপালে।
জানা গেছে, বিস্ফোরণের কারণে পানশালায় কয়েকটি কাচ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে নিকটবর্তী ক্লাবও। তবে কোনও হতাহতের খবর মেলেনি। প্রশাসনের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, ঘরে তৈরি বোমা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তারা বিষয়টিকে চাঁদার জুলুম হিসাবেই বর্ণনা করেছে। চণ্ডীগড় থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের খোঁজ চলছে।
You must be logged in to post a comment.