অভিনেতা মীর সাব্বির ও উপস্থাপিকা ইসরাত পায়েলকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল।
আলোচনায় আসতে ইচ্ছে হয়, আমার কাছে আসেন: জয়
‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে মজার ছলে সাব্বির বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’ বিষয়টি সেসময় হেসে উড়িয়ে দিলেও পরে সাব্বিরের মন্তব্য নিয়ে আপত্তি তোলেন ওই উপস্থাপিকা। তবে এ নিয়ে তোপের মুখে ওই উপস্থাপিকা নিজেই।
এবার মীর সাব্বিরের পক্ষ নিলেন ছোট পর্দার অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। নিজের ফেসবুকে সাব্বিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মীর সাব্বির ভাই আমার একজন প্রিয় সহকর্মী, বড় ভাই। উনি এমন একজন মানুষ যার ব্যাপারে কোন সহশিল্পীর কোন অভিযোগ নেই। উনার একজন নারী সহশিল্পী হিসেবে আমি বলতে পারি , সবসময় অভিভাবকের মতো উনার সহযোগিতা পেয়েছি। অনেক শিল্পীর বিপদে উনি পাশে দাঁড়িয়েছেন। কোন স্বার্থ ছাড়াই, ইন্ডাস্ট্রি র স্বার্থের কথা বিবেচনা করে, ভালোর জন্য অনেক নতুন পরিচালক ও অভিনয়শিল্পী কে ব্রেক দিয়েছেন মীর সাব্বির ভাই।’
‘উনি সবসময় খুব মজা করে – খুব রসিকতা করে কথা বলেন। উনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, সহকর্মী, আমরা যারা উনাকে চিনি আমরা সবাই এটা জানি … সেদিন উনি রসিকতা করেই কথাটা বলেছিলেন। একজন নারী শিল্পী হিসেবে সব সময় উনার কাছে অনেক সম্মান পেয়েছি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি , কাউকে কষ্ট দেবার জন্য বা কাউকে ছোট করার কোন উদ্দেশ্য উনার ছিল না।’
You must be logged in to post a comment.