শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন

এবার মিশরে চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা

ফোরাম প্রতিবেদক / ১২৮ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৬, ২০২২
এবার মিশরে চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রায় ৮ বছর পর গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘দিন-দ্যা ডে’। এবার তারা সিনেমাটি নিয়ে যোগ দিয়েছেন মিশরে ‘আলেকজান্দ্রিয়া চলচ্চিত্র উৎসবে’।

বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় দেশটির বন্দরনগরী আলেকজান্দ্রিয়ার প্রাচীন গ্রন্থাগারে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই মিশরের সংস্কৃতি বিভাগের আমন্ত্রণে বাংলাদেশ থেকে ‘দিন দ্য ডে’ চলচ্চিত্র নিয়ে যোগ দেন অনন্ত জলিল ও বর্ষা।

‘দিন দ্য ডে’ দেখে যা বললেন অনিমেষ আইচ

৫ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবে বিশ্বের ২৯টি দেশের ৭৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মিশরের সংস্কৃতিমন্ত্রী নেভিন আল-কিলানি, আলেকজান্দ্রিয়ার গভর্নর মেজর জেনারেল মোহাম্মদ আল-শারিফের উপস্থিতিতে ৩৮তম চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে। কমেডি চলচ্চিত্র ‘কাজের সন্ধানে বেসুম’ ও ‘এল-খতিব নেমরা ১৩’ প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

সবার সৎ পথে থাকা ভালো: অনন্ত জলিল

এ নিয়ে নিজের ফেসবুকে বেশ কিছু ছবিসহ ভিডিও প্রকাশ করেন অনন্ত জলিল নিজেই। এই অভিনেতা বলেন, ‘মিশরের বেশ কয়েকজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তাদের সঙ্গে কোনো কাজের পরিকল্পনাও হতে পারে। আমরা চাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সিনেমা পৌঁছে দিতে। মালয়েশিয়ায় আমাদের সিনেমা সফলতা পেয়েছে, এটি আপনারা দেখেছেন। মিশর থেকে আমন্ত্রণ, সত্যি একটি বড় পাওয়া। দোয়া করবেন আমাদের জন্য।’

এর আগে গত মে মাসে ৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন অনন্ত-বর্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান