একটি নাটকের শুটিং ঘিরে দ্বন্দে জড়িয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, নির্মাতা আদিব হাসান ও অভিনেতা আরশ খান। যে ঘটনা গড়ায় থানা পর্যায়েও।
শুটিং সেটে চমক দেরি করে আসেন এবং শুটিংয়ের লোকজন ও সহশিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমন অভিযোগ এনে নাট্য সংগঠন ডিরেক্টর গিল্ড ও অভিনয়শিল্পী সংঘে নালিশ করেন আদিব হাসান।
এরপর বিষয়টি নিয়ে চমক মুখ খুলেন। তিনি বলেন, ‘আমি শুটিংয়ে দেরি করে আসিনি। সঠিক সময়ের মধ্যেই সেটে উপস্থিত ছিলাম। মেকআপ রুমে ১ ঘণ্টার মতো অপেক্ষা করার পর আমার সহশিল্পী আরশ খান আসেন। কিন্তু ঘটনা হলো ভিন্ন।’
ঘটনা প্রসঙ্গে চমক আরও বলেন, ‘আমি কারও সঙ্গে কোনো অন্যায় করেননি। এখানে নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। একটা সময় আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। তবে সে আমার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছিল। আর এ কারণে তার সঙ্গে আমার দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এসব কথা ছড়িয়েছেন।’
এ নিয়ে আরশ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চমক যা বলতেছে তা অযৌক্তিক। শুটিং সেটে ডিরেক্টর ও অভিনেতা মাসুম বাশার আঙ্কেলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। সেখানে আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার হিসেব কেন আসবে, বুঝতে পারছি না। ঘটনা ঘটে দ্বিতীয় দিনের শুটিং-এ, আগের দিন চমক নিজে গাড়ি করে আমাকে বাসায় নামিয়ে দিয়ে যায়। তার প্রতি যদি খারাপ চাহিদা থাকতো তাহলে আমাদের ৫ মাসের বন্ধুত্ব থাকতো না।’
এই ঘটনায় আসে অভিনেতা মাসুম বাশারের নামও। চমকের দাবি সেটে ঝামেলার দিন এই সিনিয়র অভিনেতা তার সঙ্গে খারাপ আচরণ করে
এ নিয়ে মুখ খুলেন মাসুম বাশার। আমার জীবনে শুটিং সেটে এ রকম ঘটনা কখনো ঘটেনি। মেয়েটি শুটিং সেটে কান্না আর চিৎকার করে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলল, এটি আমার জন্য বড় অপমানের।
অভিনেতা আরও বলেন, ‘এ ধরনের আচারণ আমার সঙ্গে আগে কেউ করেনি। মেয়েটি আমাকে নিয়ে যা বলছে, সবই মিথ্যা। আমি নাকি তাকে মারতে যাচ্ছিলাম। সে যতগুলো কথা বলেছে সবই মিথ্যা। এখন দেখা যাক, অভিনয় শিল্পী সংঘ কী করে। আমার সংগঠনের প্রতি আস্থা আছে। আমি দেখেছি, আমাকে নিয়ে মিথ্যা ঘটনা ছড়ানো হচ্ছে, কিন্তু সংগঠন আমাকে বলেছে কথা না বলতে। আমি তাদের কথা শুনেছি।’
You must be logged in to post a comment.