গত ২৯ অক্টোবর কলকাতায় আয়োজিত চতুর্থ ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয় মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’। সেসময় সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গের দর্শকদের মাঝে বিপুল উৎসাহ দেখা যায়। আসন সংকটের কারণে তখন অনেকেই সিনেমাটি দেখতে পারেনি। তাই কলকাতার দর্শকদের কথা মাথায় রেখে ভারতে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মেজবাউর রহমান সুমন নিজের ফেসবুকে একটি পোস্ট করে খবরটি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘‘হাওয়া’’ বইবে কলকাতা ও পশ্চিম বাংলায় ১৬ তারিখ থেকে আর ভারতব্যাপী ৩০ তারিখ থেকে।’
মক্কায় শুটিং এর ৩০ বছর পর সৌদির বড় পর্দায় ‘ম্যালকম এক্স’
বুধবার পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ভারতের গণমাধ্যমগুলোকে বলা হয়, ‘সিনেমাটি সেন্সরে গিয়েছে। এখন ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়। আর আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। তার একদিন পরই শহরে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’’।
সিনেমায় থাকা হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’ গানটি মুক্তির আগেই চারিদিকে ঝড় তোলে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ।
You must be logged in to post a comment.