বাংলাদেশি আর্জেন্টিনা ভক্তদের পরিচিতি পৌঁছে গেছে বিশ্ব দরবারে। দেশজুড়ে কাতার বিশ্বকাপ ঘিরে চলছে মহোৎসব। প্রতি বাশ্বকাপেই রেকর্ড গড়া পতাকা বানিয়ে, র্যালি-সমাবেশ করে আলোচনায় থাকেন বাংলাদেশের মেসি ভক্তরা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। সেই জয়োল্লাসের একটি ভিডিও ফিফা তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। যা ছিল বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনার গোল উদযাপনের ভিডিও।
এবার বাংলাদেশের মেসি ভক্তদের কথা উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো। বুধবার (৩০ নভেম্বর) বিকালে তার এ পোস্টে মুহূর্তেই লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়।
অ্যান্তোনেলা রোকুজ্জো বলেন, ‘আপনারা কি জানেন, বিশ্বে আর্জেন্টিনার পর বাংলাদেশেই সবচেয়ে বেশি আর্জেন্টিনার সমর্থক? অবিশ্বাস্য!
পোস্টের পর ব্যবহার করেছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকার সাইন। এ পোস্টে মেসির হাতে বাংলাদেশের পতাকা (এডিটেড) সম্বলিত ছবিটিও শেয়ার করেছেন মেসি-পত্নি।
বুধবার (৩০ নভেম্বর) দিনগত রাত ১টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে দলটি। বিপক্ষে থাকবে পোল্যান্ড।
You must be logged in to post a comment.