১৯৭৫ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘শোলে’র অনুকরণে ১৯৭৭ সালে ‘দোস্ত দুশমন’ নির্মাণ করে করেছিলেন দেওয়ান নজরুল। সেসময় সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়। এবার একই নামে আসছে নতুন সিনেমা। এতে ডিএ তায়েব, অনন্ত জলিল ও বর্ষাকে দেখা যাবে।
এ পর্যন্ত অনন্ত-বর্ষা জুটিকে অন্য কারও সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি। তবে এবার তার ব্যতিক্রম হতে যাচ্ছে এমনটাই ইঙ্গিত দিলেন ডিএ তায়েব।
সম্প্রতি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসেছিলেন ডিএ তায়েব। অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে ‘দোস্ত দুশমন’ সিনেমাটি নিয়েও কথা বলেন এই চিত্রনায়ক।
সেখানে এক প্রশ্নের জবাবে ডিএ তায়েব বলেন, “না, এই সিনেমায় আমি হিরো। অনন্ত ভাই নিজেই বলেছেন, ‘বর্ষার হিরো ডিএ তায়েব, আমার কোনো নায়িকা লাগবে না।’ এটা উনার উদারতা, উনার ভালোবাসা।”
অনুষ্ঠানে নিজের সিনেমা ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে ডিএ তায়েব বলেন, আমার একটি সিনেমাও ফ্লপ হয়নি। সবগুলো সিনেমাই আলোচনায় ছিল। ‘সোনাবন্ধু’ থেকে ‘ঈশা খাঁ’, সবগুলো সিনেমাই দর্শকের কাছে প্রশংসা পেয়েছে।
You must be logged in to post a comment.