জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আর সেখান থেকেই ভক্তদের উপহার দিয়ে যাচ্ছেন নতুন নতুন গান। এদিকে অভিনয়ের পাশাপাশি সংগীতেও সুনাম কুড়িয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার ফুয়াদের সংগীতে গান বাঁধলেন তিনি।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি জানিয়েছেন ফুয়াদ নিজেই।
তিনি লিখেছেন, ‘নুসরাত ফারিয়ার সঙ্গে রেকর্ডিং। তখন তার দীপ্তিচ্ছটা ছিল দেখার মতো! সে বলেছে আমি তার শৈশবের মিউজিক্যাল হিরো এবং নিজেকে তার চিমটি কাটতে হয়েছিল। কিন্তু হে, একই অনুভূতি, সে আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। এই ফ্যানগার্লিং চলতে থাকুক।’
ফুয়াদ জানান, নতুন এ গানে তাদের সঙ্গে রয়েছেন তরুণ গায়ক সঞ্জয় ও বাঁধন। তবে গানের শিরোনাম কী বা কে লিখেছেন আর কবে তা প্রকাশ হচ্ছে- সেসব বিষয়ে কিছুই জানাননি এই সংগীতশিল্পী।
উল্লেখ্য, সর্বশেষ নুসরাত ফারিয়ার কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘বুঝি না তো তাই’ শিরোনামের একটি গান। এতে তার সহশিল্পী হিসেবে আছেন বলিউডের মামজি স্ট্রেনজার।
You must be logged in to post a comment.