যারা পশুপাখি, অ্য়াডভেঞ্চার দেখতে ভালোবাসেন তারা বিয়ার গ্রিলসকে এক নামে চেনেন। তার জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ দুনিয়াজুড়ে সমাদৃত। কে এই শোয়ে অতিথি হয়ে আসেননি! মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অক্ষয় কুমার, রণবীর সিং-সহ হলিউড সেলিব্রিটিরাও এসেছেন তার দাকে।
রণবীর সিংহের সঙ্গে কাজ করে ভারতে কাজ করার উৎসাহ আরও বেড়ে গিয়েছে বেয়ার গ্রিলসের। ভারতীয় তারকাদের অফুরান প্রাণশক্তি দেখে আপ্লুত তিনি। দুঃসাহসিক অভিযানে এ বার তিনি এক জন মহিলা খ্যাতনামীকে বেছে নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। সেই মুখ হতে পারেন প্রিয়ঙ্কা চোপড়া। তার সঙ্গে জলে-জঙ্গলে বাস্তবের অভিযানে নামতে আগ্রহী গ্রিলস।
সম্প্রতি রণবীরের সঙ্গে সফর শেষে গ্রিলস বললেন, ‘খুব শীঘ্রই মহিলা তারকাকে দেখা যাবে। শীঘ্রই।’
এক সাক্ষাৎকারে গ্রিলস এর আগে নিক জোনাসকে সঙ্গে নিয়ে অভিযানের গল্প শুনিয়েছিলেন। বলেছিলেন, ‘প্রিয়ঙ্কা চোপড়া হলে জমে যাবে! আমি তার স্বামীকে এক বার ভ্রমণে নিয়ে গিয়েছিলাম। তিনি দুর্দান্ত মানুষ। প্রিয়ঙ্কার গল্প শুনতেও সবাই উন্মুখ হবে।’
গ্রিলস আরও বলেন, ‘জীবন মানেই আমাদের নিজেদের উদ্দেশ্য খুঁজে বের করা। সাহস ও কৃতজ্ঞতার সঙ্গে প্রাণ ভরে বাঁচতে শেখা। চারপাশের সব কিছু উপভোগ করা। এ না হলে আনন্দ পূর্ণ হয় না। রণবীর কিন্তু সে দিক থেকে দারুণ চটপটে। তাঁর উৎসাহ আমায় মুগ্ধ করেছে।’
দুঃসাহসী গ্রিলস তার টেলিভিশন শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’- এর জন্য বিখ্যাত। ব্রিটিশ অভিযান-প্রেমীকে আপন করে নেয় ভারতও।
You must be logged in to post a comment.