দীপিকার ৩৭তম জন্মদিন ছিলো বৃহস্পতিবার। বিশেষ এই দিনে অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে অন্য একটি বিষয় নিয়ে।
অনেক অনুরাগীদের মতে এই বছর দীপিকা ও রণবীর সিংহের ঘরে নতুন সদস্য আসা উচিত। গত বছর আলিয়া ভট্ট এবং সোনম কপূর মা হয়েছেন। তাই অনুরাগীদের একাংশ এ বার দীপিকার থেকে সুখবরের আশায় দিন গুনছেন।
এর আগে মাতৃত্ব প্রসঙ্গে দীপিকা বলেছিলেন, আশা করি, আমি আর রণবীর যখন সংসার শুরু করব, তখন আমার শৈশবের মতোই সন্তান নিয়ে একটা সম্পূর্ণ পরিবার তৈরি করতে পারব।
দীপিকার জন্মদিন উপলক্ষে শাহরুখ খান ‘পাঠান’ ছবিতে অভিনেত্রীর একটি পোস্টার ভাগ করে নিয়েছেন। অন্য দিকে ‘প্রোজেক্ট কে’ ছবিতে দীপিকার একটি লুক প্রকাশ্যে এসেছে। যদিও সেই পোস্টারে দীপিকার মুখকে আড়াল রাখা হয়েছে।
You must be logged in to post a comment.