১৬ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য আত্মহত্যা করেছিল। দেশব্যাপী তোলপাড় করা সেই ঘটনার অনুপ্রেরণায় সম্প্রতি ওয়েব সিরিজ ‘চক্র’ নির্মিত হয়।
ভিকি জাহেদের পরিচালনায় গেল মাসে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় সিরিজটি। তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ অভিনীত লোমহর্ষক গল্পের সিরিজটি দর্শক পছন্দ করেন। তাই সাফল্যের ধারাবাহিকতায় ‘চক্র ২’ আসতে যাচ্ছে।
প্রমোশন পার্টনার হাভাস মিডিয়াতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে চক্র টিম কেক কেটে সাকসেস উদযাপন করে এবং ‘সিজন ২’ নির্মাণের ঘোষণা দেন সংশ্লিষ্টরা।
যেখানে উপস্থিত ছিলেন পরিচালক ভিকি জাহেদ, তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলীসহ সিরিজটির সঙ্গে জড়িত শিল্পী কলাকুশলীরা।
তিনি বলেন, ‘সিজন-২ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে এবং গল্পটা যেখানে রয়েছে সেখান থেকে নতুন সিজন আসবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। আগামী ৭ নভেম্বর পর্যন্ত দর্শকরা প্রথম পাঁচ পর্ব ফ্রি-তে দেখতে পাবেন।
নির্মাতা ভিকি জানান, পরিকল্পনা রয়েছে ২০২৫ সালের মার্চ-এপ্রিল নাগাদ দর্শকদের চক্র ২ দেওয়ার। যেটি সাত পর্বের সিরিজ হিসেবে আসবে।
You must be logged in to post a comment.