এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান, জুন মালিয়াদের সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এমন খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় হইচই। অনেকেই মুখ চাওয়াচাওয়ি করে ভাবছেন ব্যাপার কী! শ্রাবন্তী-নুসরত-জুনদের সঙ্গে কী করছেন স্বস্তিকা?
তাহলে বিষয়টা খোলসা করেই বলা যাক। এবার টলিউডে মেয়েবেলা উদযাপনের ছবিই বানাচ্ছেন পরিচালক রাজর্ষি দে। ছবির নাম ‘ও মন ভ্রমণ’। ‘দিল চাহতা হ্যায়’, ‘জিন্দেগী না মিলেগি দোবার’-র মতো ছবিগুলি আপনারা হয়ত অনেকেই দেখেছেন, এটাও খানিকটা সেই ধারারই একটা ছবি বললে হয়তবা ভুল হয় না। আর সেই ‘ও মন ভ্রমণ’ ছবিতেই দেখা যাবে শ্রাবন্তী-নুসরত-স্বস্তিকাদের।
ছবির গল্পে মেয়েবেলার ৪ বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তবে সময়ের চক্রে তাঁরা আবারও মুখোমুখি হবেন। জীবনের নানান ওঠাপড়া নিয়েই এই গল্পের বুনন। তবে ছবিকে দারুণ একটা চমক রয়েছে। আসলে গল্পটা কিন্তু তিন নয়, ৪ মহিলাকে নিয়ে। আর এই চতুর্থজনের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।
ছবির গল্পে এই বন্ধুদের স্কুল শেষের পর আর কখনও দেখা হয়নি। জীবনের নানান জটিলতায় তাঁদের পথ ভিন্ন ভিন্ন পথে মোড় নিয়েছে। যোগাযোগও বন্ধ হয়ে গিয়েছে। তবে এই ৪ বন্ধু কেউ চাকুরীরত, কেউ ব্যবসা করেন, কেউ আবার অন্যকিছু। তবে তাঁদের সকলেরই একটা বিষয়ে মিল রয়েছে, সেটা হল একাকীত্ব। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে হঠাৎই তাঁদের ৪ জনের ফের দেখা হয়ে যায়। জমে থাকা জটিলতা কাটিয়ে নতুন করে পথচলা শুরু করে তাঁরা। বন্ধুত্বই মুছে দেয় তাঁদের একাকীত্ব।
‘ও মন ভ্রমণ’ ছবিতে বিজনেস টাইকুন মনীশ সিং-এর স্ত্রী শ্রুতির ভূমিকায় দেখা যাবে নুসরতকে। আবার তাঁদের কোম্পানিতেই চাকুরী করেন ‘নন্দিনী’ স্বস্তিকা। ছবিতে রুলিং পার্টির এমএলএ অদ্রিজার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। আর অনন্যা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক হয়ে ধরা দেবেন। এই চারজন ছাড়াও এছবিতে তারকার মেলা। দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, জুন মালিয়ার মতো তারকা ব্যক্তিত্বকে।
এদিকে আবার টলিউডের এই ছবির সঙ্গে বলি যোগও রয়েছে। শোনা যাচ্ছে নুসরত জাহানের বিপরীতে দেখা যাবে সাহিল ফুলকে। হিন্দি টেলিভিশন দুনিয়ার অতি পরিচিত মুখ সাহিল। এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।
You must be logged in to post a comment.