বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

এবার ছেলের মা হলেন ক্যামেরন ডিয়াজ

বিনোদন ডেস্ক / ৫২ জন দেখেছেন
আপডেট : মার্চ ২৩, ২০২৪
এবার ছেলের মা হলেন ক্যামেরন ডিয়াজ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এবার পুত্রসন্তানের মা হলেন ‘গ্যাংস অব নিউইয়র্ক’ অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। শুক্রবার (২২ মার্চ) এক ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের সঙ্গে এই সুসংবাদ ভাগাভাগি করে নেন অভিনেত্রী ও তাঁর স্বামী বেনজি ম্যাডেন।

এই তারকা দম্পতি লেখেন, ‘আমরা আমাদের ছেলে কার্ডিনাল ম্যাডেনের জন্ম ঘোষণা করতে পেরে ধন্য। সে অসাধারণ এবং তাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। সন্তানের নিরাপত্তা ও গোপনীয়তার জন্য আমরা কোনো ছবি পোস্ট করছি না। তবে সে সত্যিই সুন্দর।’

হঠাৎ করেই দ্বিতীয় সন্তানের মা হওয়ার কথা জানালেন অভিনেত্রী। এর আগে তিনি যে সন্তানসম্ভবা ছিলেন—সে বিষয়ে কোথাও মুখ খুলেননি। এতে অবশ্য বেশ উচ্ছ্বসিতই হয়েছেন ৫১ বছর বয়সী এই অভিনেত্রীর ভক্তরা।

এর আগে ডিয়াজের প্রথম সন্তানের জন্ম হয়েছিল বিয়ের ৫ বছরের মাথায়। ২০২০ সালে এই তারকা দম্পতির কোল আলো করে জন্ম নেয় কন্যাসন্তান রেডিক্স। এবার হলো পুত্রসন্তান; নাম রেখেছেন কার্ডিনাল।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন ক্যামেরন ডিয়াজ। তার মধ্যে ‘দ্য মাস্ক’, ‘মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং’, ‘দেয়ারস সামথিং অ্যাবাউট ম্যারি’, ‘চার্লিস অ্যাঞ্জেলেস’, ‘ভ্যানিলা স্কাই’ প্রভৃতি উল্লেখযোগ্য।

এদিকে, ২০১৮ সালে হঠাৎ করেই হলিউডকে বিদায় জানানোর ঘোষণা দেন অভিনেত্রী। তবে সম্প্রতি আবারও ফেরার ঘোষণা দিয়েছেন। বিরতি ভেঙে পরিচালক সেথ গর্ডনের ‘ব্যাক ইন অ্যাকশন’ ছবির মাধ্যমে হচ্ছে এই প্রত্যাবর্তন। এতে ক্যামেরনের সঙ্গে জুটি বেঁধেছেন ‌‘জ্যাঙ্গো আনচেইন্ড’খ্যাত অভিনেতা জেমি ফক্স। চলতি বছর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান