এবার কোরিয়ান ভাষায় তৈরি হতে চলেছে ভারতীয় সিনেমা ‘দৃশ্যম’। এই প্রথম ভারতীয় কোনো ছবি কোরিয়ান ভাষায় তৈরি হতে চলেছে। এর আগে তামিল, তেলুগু, মালায়লম ও হিন্দিসহ একাধিক ভাষায় তৈরি হয়েছে এই সিনেমা। কোরিয়ান ভাষায় তৈরি হওয়ার পর বিশ্বব্যাপী এই ছবিটিকে মুক্তি দেওয়া হবে।
রোববার আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিওস ও দক্ষিণ কোরিয়ার প্রযোজনা সংস্থা অ্যান্থোলজি স্টুডিওস যৌথভাবে এ ছবির ঘোষণা করে। ভারত ও কোরিয়ার এই দুই প্রযোজনা সংস্থা একত্রে যৌথ প্রযোজনার বেশ কিছু সিনেমা তৈরি করতে চলেছে তবে প্রথম ছবি দৃশ্যম।
প্যানোরামা স্টুডিওসের প্রযোজক কুমার মঙ্গত জানান, এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম। এটি শুধু ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরবে না, এটি ভারতীয় সিনেমাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে।
কোরিয়ান ভাষায় তৈরি হতে যাওয়া দৃশ্যম ছবিটির পরিচালনা করবেন, দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম জিওন। মোহনলাল ও অজয় দেবগান অভিনীত চরিত্রে অস্কারজয়ী প্যারাসাইট ছবির অভিনেতা সং-কাং-হো অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, দৃশ্যম ছবিটি মালায়ালম ক্রাইম থ্রিলার। যেখানে অভিনয় করেছেন মোহনলাল। ছবিতে অভিনেতা মোহনলালকে পুলিশের আইজির ছেলেকে খুনের দায়ে একজন সন্দেহভাজন হিসাবে দেখানো হয়।
You must be logged in to post a comment.