এপার এবং ওপার বাংলায় নিজের অভিনয়গুণে সবাইকে মুগ্ধ করা জয়া আহসান এবার পা রাখতে যাচ্ছেন ওয়েব সিরিজে। সিরিজটির নাম ’জিম্মি’। পরিচালক আশফাক নিপুণ।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের যে ছয়টি নতুন সিরিজের ঘোষণা করেছে, ‘জিম্মি’ তারই একটি।
এ গল্পের কাহিনী একজন স্বল্প আয়ের সরকারি কর্মচারী নারীকে নিয়ে। যার পদোন্নতি হয়নি দশ বছর ধরে। হঠাৎ একদিন অফিসের স্টোররুমে মোটা অংকের টাকা পায় নারীটি। তারপর বিবেক এবং লোভের দ্বন্দ্বে লোভেরই বশে পড়ে যায় নারীটি।
সিরিজটিতে জয়ার সাথে কে কে থাকছেন, তা এখনো জানা যায়নি।
You must be logged in to post a comment.