শোনা যাচ্ছে, শাকিব খানের এই ‘প্রিয়তমা’ অভিনয় করছেন শরীফুল রাজের বিপরীতের। সম্প্রতি কলকাতায় বেশ কয়েকবার দেখা গেছে অভিনেতা শরীফুল রাজকে। কলকাতা উৎসবে গিয়েছিলেন ‘পরাণ’র প্রিমিয়ারেও। টলিউডের চলচ্চিত্রে পাওয়া যেতে পারে তাকে—এমন গুঞ্জনও শোনা গেছে। তবে এর মাঝেই নতুন করে চাউর, ইধিকা পালের সঙ্গে তার নাম।
পরিচালক-প্রযোজক আপাতত কেউ বিষয়টি এখনও অফিশিয়াল করতে চাইছেন না। কাজ শুরু হলে আড়ম্বর নিয়েই এর ঘোষণা দেবেন। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় শরীফুল রাজের সঙ্গে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আপাতত ঢাকার বাইরে বন্ধুর বিয়ে খেতে এসেছি। আমার প্রযোজকের কী পরিকল্পনা, তা আমি জানি না।’
তিনি জানান, নতুন অনেক ছবির কথাই হচ্ছে। তবে সেখানে ইধিকা থাকছেন কিনা সে প্রসঙ্গে তার কাছে কোনো তথ্য নেই।
‘পরাণ’ খ্যাত অভিনেতা শরীফুল রাজকে অনেকদিন ধরেই তার নতুন চলচ্চিত্র নিয়ে খুব একটা সরব দেখা যায়নি। এর ভেতরে পরী মণির সাথে তার দাম্পত্য জীবনের অবসান ও নানা তর্কে রাজ মূলত মিডিয়াকেও খানিক এড়িয়ে গেছেন। শিগগিরই তার ‘দেয়ালের দেশ’ ছবিটি মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী ও রাজ।
You must be logged in to post a comment.