সম্প্রতি মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে অক্ষয় কুমারকে তাঁর দুই হেরা ফেরি সহ-অভিনেতা সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের সঙ্গে দেখা গেছে। সুরাটে যাত্রা করার আগে এই ত্রয়ী পাপারাজ্জিদের জন্য পোজ দিয়েছিলেন। আর ৩জনকে একফ্রেমে দেখার পরই, ভক্তরা হেরা ফেরি ৩ নিয়ে জল্পনা শুরু করে দেন।
সুনীল ও পরেশ অক্ষয়ের সঙ্গে সুরাটের দিকে রওনা দেন এবং পরেশ অক্ষয়ের মার্শাল আর্ট অ্যাকাডেমিতে সহ-অভিনেতাদের আমন্ত্রণ জানান। অভিনেতারা এর আগে প্রিয়দর্শন পরিচালিত হেরা ফেরি এবং নীরজ ভোরা পরিচালিত ফির হেরা ফেরি নামে কমেডি ফ্র্যাঞ্চাইজির দুটি সফল কিস্তিতে কাজ করেছেন।
বিমানবন্দরে ঢোকার আগে অক্ষয়, সুনীল ও পরেশ যখন ফটোগ্রাফারদের জন্য পোজ দিতে এগিয়ে এলেন, তখন সকলেই তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। পাপারাৎজিরা যখন রাজু, শ্যাম ও বাবু ভাইয়া (হেরা ফেরির অক্ষয়, সুনীল ও পরেশের অনস্ক্রিন চরিত্র) বলে চিৎকার করছিল, তখন অক্ষয়কে মজা করে পরেশের ঘাড় হাত দিয়ে ধরে সোজা করে দিতেও দেখা যায়।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘হেরা ফেরি ৩ বানাও’। ‘ আরেক ভক্ত লিখেছেন, ‘আবার হেরা ফেরি?’ ‘ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘অক্ষয় যেভাবে বাবু ভাইয়ার মাথা ঘুরিয়েছে (হাসির ইমোজি)। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এক ফ্রেমে তিন কিংবদন্তি’।
আহমেদ খানের ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এ একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। এই ছবিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, রবিনা ট্যান্ডন, রাজপাল যাদব, জনি লিভার প্রমুখ।
অক্ষয়কে আগামীতে অভিষেক অনিল কাপুরের ‘স্কাই ফোর্স’ ছবিতে দেখা যাবে। ছবিতে অভিনয় করেছেন নিমরত কৌর, সারা আলি খান, বীর পাহাড়িয়া প্রমুখ। আরশাদ ওয়ারসি, হুমা কুরেশি, অমৃতা রাও এবং সৌরভ শুক্লা অভিনীত ‘জলি এলএলবি ৩’ সিনেমাও রয়েছে অক্ষয়ের হাতে। কন্নড় মহাকাব্য-নাটক কান্নাপ্পাতেও অক্ষয়ের একটি ক্যামিও রয়েছে যেখানে তিনি ভগবান শিবের চরিত্রে অভিনয় করেছেন।এছাড়াও একটি মারাঠি পিরিয়ড-ড্রামাতে তিনি ছত্রপতি শিবাজি মহারাজ হিসাবে এক্সটেন্ডেড ক্যামিও করবেন।
You must be logged in to post a comment.