দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সিনেমা হলে মুক্তির পর বেশ আলোচনা তৈরী করে ‘মায়া, দ্য লস্ট মাদার’। মাসুদ পথিকের সেই সিনেমাটি এবার আসছে দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।
ঈদ আয়োজনে আইস্ক্রিনে বেশ কিছু নতুন কন্টেন্ট স্ট্রিমিং হচ্ছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ৩টা থেকে মাসুদ পথিকের ‘মায়া’ দেখতে পারবেন দর্শক।
২০১৯ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো সরকারি অনুদানে নির্মিত ‘মায়া’। ছবিটি দেখে প্রশংসা করছেন সাধারণ দর্শক।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবিটি।
ছবিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী প্রমুখ।
You must be logged in to post a comment.