অ্যামি অ্যাওয়ার্ড টেলিভিশন ইন্ড্রাস্ট্রির অন্যতম বড় অ্যাওয়ার্ড বলে খ্যাত । বিশ্বময় করোনার মধ্যেই এই অ্যাওয়ার্ডের ৭২তম আসর অনলাইনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘২০২০ ক্রিয়েটিভ আর্টস অ্যামি অ্যাওয়ার্ড’ শিরোনামে দেয়া হবে এবার টিভির শিল্পীদের পুরস্কার।
সম্প্রতি এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছে, গণমাধ্যমকর্মীরা যেনো ঘরে বসেই শো লাইভ কাভার করতে পারে , সেই ব্যবস্থাও থাকবে।
এদিকে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে লস এঞ্জেলসের ডাউনটাউনে শুরু হতে যাওয়া পাঁচ রাতের আয়োজনে বিগত বছরগুলোর মতোই থাকছে প্রেস রুম। পুরস্কার জয়ের পর বিজয়ীরা সেই রুমে যাবেন। পরে গণমাধ্যমকর্মীরা নিজগৃহে বসেই লাইভ কনফারেন্সের মাধ্যমে তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন।
তবে এবারের আয়োজনে কোনো রেড কার্পেট সংবর্ধনার ব্যবস্থা থাকছে না বলে বিশেষভাবে জানানো হয়েছে।
জানা গেছে, এবারের আয়োজনে উপস্থাপনা করবেন ৩৩ বছর বয়সী অভিনেত্রী নিকোল বাইর। সম্প্রতি নেটফ্লিক্স পাঁচটি শোতে উপস্থাপনা করতে দেখা গিয়েছে তাকে। বেশ জনপ্রিয়তা পেয়েছে সেই শোগুলো।
এই বিশাল আয়োজন ও সম্মানের অ্যামি অ্যাওয়ার্ডটিতে নিজেকে কতোটা মেলে ধরতে পারেন নিকোল বাইর এখর এটাই দেখার বিষয়।
You must be logged in to post a comment.