রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’র পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। আজ (শুক্রবার) মার্চ কলকাতায় এ পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। গত তিনটি আসরেই সেরা অভিনেত্রীর পদক ঘরে তুলেছেন বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। দুইবার জিতেছেন জনপ্রিয় বিভাগে, আর শেষবার সমালোচকদের বিচারে। টানা চতুর্থবারের মতো এবারও মনোনয়নের তালিকায় উঠে এসেছে এই অভিনেত্রীর নাম।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ এ এবার জয়া পেয়েছেন সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন। তার সঙ্গে লড়বেন গার্গি রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন, এবারও জয়ার হাতেই উঠবে পুরস্কার। ফিল্মফেয়ার বাংলায় প্রাপ্তির হ্যাটট্রিক করেও থামছে না জয়ার জয়যাত্রা।
You must be logged in to post a comment.